গুলিস্তানে বাসে আগুন
প্রকাশ : 2023-12-12 11:14:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, ঘোষিত নির্বাচনি তফসিল বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এই অবরোধের ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিন সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর গুলিস্তান মোড়ে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে গতকাল (সোমবার) রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
কাআ