গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
প্রকাশ : 2025-12-23 13:01:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
র্যাবের আয়নাঘরে গুম করে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ১০ সামরিক কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত আদেশ দেন।
এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
গত রোববার র্যাবের আয়নাঘরে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দুদিন পেছান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।