গিরগিটি স্বভাবের মানুষ - গোলাম কবির

প্রকাশ : 2023-06-13 12:30:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গিরগিটি স্বভাবের মানুষ - গোলাম কবির

" গিগিটি স্বভাবে মানু "
।।  গোলাম কবির ।। 

  একটা সময় ছিলো যখন আমি 
  চিড়িয়াখানায় বন্দি বাঘ দেখে ভয়ে
  গুটিশুটি হয়ে বাবার হাত শক্ত করে 
  ধরে থাকতাম এবং কতক্ষণ পরে 
  চিড়িয়াখানা থেকে বের হয়ে 
  যেতে পারি সেই ভাবনায় 
  অস্থির থাকতাম অথচ এখন 
  আর চিড়িয়াখানার পশু গুলো 
  দেখে ভয় পাই না বরং মানুষ দেখে
  ভয় পাই কারণ গিরগিটি স্বভাবের
  মানুষ গুলো কখন যে সুযোগ পেলে
  হঠাৎ করেই আক্রমণ করে বসে
  কখনো কথায়, কখনো তাদের
  আচরণে আবার কখনো হিংসায়
  জর্জরিত হৃদয়ের গরল ঢেলে দেয়
  কিংবা ঈর্ষান্বিত হয়ে কখন যে 
  কী করে বসে কে জানে! 
  এদের কে তো আর দেখে 
  চেনা যায় না তাদের অবয়বে!  
  পশু কে তো তাও চেনা যায় 
  একনজর দেখলেই ! 
  কিন্তু মানুষ কে কী এখনো 
  চিনতে পারছি তেমনি করে !!