গায়ে হলুদে নাচলেন দিঘী ও ইমন
প্রকাশ : 2022-11-28 11:20:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জুটি বেঁধে সিনেমায় অভিনয় করার কথা ছিল ইমন ও দীঘির। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। তবে ঠিকই জুটি হলেন তাঁরা। তবে সিনেমা নয়, মিউজিক্যাল ফিল্মে। পাঁচ মিনিটের একটি মিউজিক্যাল ফিল্মে একসঙ্গে অভিনয় করলেন তাঁরা। হলুদের অনুষ্ঠানের ৯টি গানের অংশবিশেষ নিয়ে তৈরি হয়েছে ম্যাশআপ মিউজিক্যাল ফিল্ম ‘হলদি মিক্সড’। এতে দেখা যাবে ইমন ও দীঘিকে।
ইমন বলেন, ‘এটি গল্পভিত্তিক মিউজিক্যাল ফিল্ম। একটি হলুদের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের মধ্যকার গল্প হয়েছে এখানে। আগে দীঘির সঙ্গে একটা সিনেমা করার কথা ছিল। কাজটি থেমে গেছে। ফলে তাঁর সঙ্গে আর কাজ করা হয়নি। এবার প্রথম আমরা দুজন একসঙ্গে কাজ করলাম।’
দীঘির সঙ্গে কাজ নিয়ে এই নায়কের মন্তব্য, ‘দীঘি নাচে বেশ পারদর্শী। নাচের সঙ্গে তাঁর এক্সপ্রেশন দারুণ হয়েছে। তাঁর সঙ্গে কাজ করে বেশ আরাম পেয়েছি।’
দীঘির কাছে মিউজিক্যাল ফিল্মটি নতুন অভিজ্ঞতা, ‘আগে মিউজিক ভিডিওতে কাজ করেছি। এ রকম বিয়ের হলুদের অনুষ্ঠানের সেট ফেলে, সাজিয়ে আগে কাজ করিনি। সিনেমার আদলেই শুটিং হয়েছে। বিশ্রাম না নিয়ে টানা ২২ ঘণ্টা শুটিং করেছি। তা ছাড়া ইমন ভাইয়ের সঙ্গেও প্রথম এ ধরনের কাজ করলাম। হলুদবাড়ির আনন্দের মতো শুটিংয়েও বেশ মজা করেছি।’
‘হলদি মিক্সড’ পরিচালনা করেছেন সোহেল রাজ। তিনি জানান, মিউজিক্যাল ফিল্মটিতে হলুদের অনুষ্ঠানে মেয়ে ও ছেলেপক্ষের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ, খুনসুটি ও হইচই ফুটে উঠেছে।
গানটি প্রসঙ্গে সোহেল রাজ আরও বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলের ৯টি প্রচলিত বিয়ের হলুদের গানের ম্যাশআপ এটি। গানটির মধ্য দিয়ে পুরান ঢাকার একটি বিয়েবাড়ির দুই পরিবারের সদস্যদের চরিত্রগুলো তুলে এনেছি। সেখানে দুই পরিবারের সদস্যরা পাল্টাপাল্টি গানে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে হইচই, খুনসুটি, আনন্দ, মজা দেখানো হয়েছে।’
পরিচালক জানান, মিউজিক্যাল ফিল্মটিতে র্যাপের একটা অংশ আছে। এতে কণ্ঠ দিয়েছেন অপু মাহফুজ। র্যাপের অংশটিতে অভিনয় করেছেন চাষী আলম।
‘হলদি মিক্সড’ ম্যাশআপের গানে কণ্ঠ দিয়েছেন সায়েরা রেজা। গানগুলোর মূল সুর ঠিক রেখে যৌথভাবে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও শাওন। ম্যাশআপের ক্রিয়েটিভ ভাবনায় ছিলেন অপু মাহফুজ। নৃত্য কোরিওগ্রাফি করেছে ইগল ড্যান্স দল।
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।