গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে নবীন বরণ, বিদায় ও শিক্ষা উপকরন বিতরণ
প্রকাশ : 2024-02-11 19:31:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রবিবার (১১ ফেব্রুয়ারী২৪) বগুড়ার গাবতলী কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নবীণ বরন এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া শেষে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র হাইস্কুলের সভাপতি গোলাম রহমান মুকুল এর সভাপতিত্তে¡ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি রানী সরকার এবং সহকারী শিক্ষক আব্দুল আলিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাবেক সাঃ সম্পাদক আয়নুল হক, এ্যাডভোকেট ওয়াহেদুল ইসলাম পিন্টু, ম্যানেজিং কমিটির সদস্য আবু হুরাইরা ও জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হামিদুর রহমান, রুহুল আমিন, রুখসানা পারভীন, বিদায়ী শিক্ষার্থী হাবিবা খাতুনসহ শিক্ষক-কর্মচারী ও অভিভাবক-শিক্ষাথীবৃন্দ প্রমূখ। এরপর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এদিকে ১১ ফেব্রুয়ারী রবিবার বগুড়া পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুর রহিম ঈদুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান। আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মশিউর রহমান, ছাদেকুর রহমান, অভিভাবক সদস্য জালাল উদ্দিন, আনেয়ার হোসেন, গোলাম রব্বানী, শিক্ষার্থী সিফাত জাহান যুথি, তহামনি আকতার, আফিয়া আবিদা, নন্দ রানী, জাফরিন আকতার, তিথী মনি ও আফরোজা স্বর্না। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আব্দুল মোমিন। এরপর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ই