গাবতলীতে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন 

প্রকাশ : 2022-03-20 20:36:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাবতলীতে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন 

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশব্যাপী ১কোটি পরিবারকে ভূর্তকি মূল্যে টিসিবি'র পণ্য বিক্রয়ের অংশ হিসেবে রবিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে টিসিবি'র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউএনও মোছাঃ রওনক জাহান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, এ্যাসিল্যান্ড মিজানুর রহমান, পিআইও রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পৌর কাউন্সিলর সাদিদ হাসান সোভন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া প্রমুখ। 

উল্লেখ্য, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ কল্পে সরকার ফ্যামিলি রেশন কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে খোলা বাজারে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)র ডিলারের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই কর্মসূচীর আওতায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ১০টি ডিলারের মাধ্যমে ১৬হাজার ৩’শ ৫৩জন কার্ডধারীদের মাঝে ৫৫টাকা কেজি দরে ২কেজি চিনি, ৬৫টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা লিটার দরে ২ লিটার সোয়াবিন তেল সর্বমোট ৪৬০ টাকায় বিক্রয় করা শুরু হয়েছে।