গাবতলীতে জীবন সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন
প্রকাশ : 2024-09-07 17:07:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাঠে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন 'জীবন' এর উদ্যোগে দিনব্যাপী রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী এবং স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করেন এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন ন্নাহার জামান তালুকদার। জীবন সংগঠনের সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সাদাদুজামান সিরাজ জাওয়াত তালুকদার, সহ-সভাপতি আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান মানিক, মুক্তার রহমান, আব্দুল মোতালেব টুটুল, রাসেল জোরদার। পরিচালনায় ছিলেন ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, রমজান আলী, আব্দুস সালাম, শিহাব উদ্দিন, আব্দুল মমিন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিকেল টেকনোলজিস্ট ফিরোজ আহমেদ, আসাদুর রহমান, ল্যাব এ্যাটেনডেন্ট ইমন আলী, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান তুরান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদস্য রেজাউল করিম রেজা, রনি আহম্মেদ, সজিব মাহমুদ ও নোমান বাবু। এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।