গাজীপুরে বেতনের দাবিতে কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : 2025-12-10 13:31:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাজীপুরে বেতনের দাবিতে কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড নামে একটি কারখানার সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ওই কারখানায় এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি। এ অবস্থায় আর্থিক সংকটে তাদের জীবনযাপন কঠিন পড়ে পড়েছে। এ জন্য তারা বিক্ষোভ করলে ফটকে তালা দিয়ে কর্তৃপক্ষ সরে পড়েছে।

এ বিষয়ে কারখানার ডিজিএম (অপারেশন) ফারুক হোসেন খান বলেন, ‘ক্রয়াদেশ না থাকায় কয়েক মাস ধরে শ্রমিকরা কারখানায় এসে বসে থাকেন। মালিকপক্ষ গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কাজ চলছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কা/আ