গাজীপুরে অনাবিল বাসে আগুন

প্রকাশ : 2023-10-31 10:34:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাজীপুরে অনাবিল বাসে আগুন

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৮টার কিছু সময় পর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এ অগ্নিসংযোগ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আসজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে।

তবে বিএনপি-জামাতের অবরোধ সমর্থনে নাকি বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি পুলিশের কর্মকর্তা।

কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় গাড়িতে তিনজন যাত্রী ছিলেন। হঠাৎ ৮-১০জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রল ফেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বাসে থাকা চালক ও যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

সান