গাজা পরিস্থিতি নিয়ে প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশ : 2024-01-29 12:46:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাজা পরিস্থিতি নিয়ে প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক

গাজা পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার হওয়া এ বৈঠকে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ছিলেন। গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও এখনো আলোচনায় অনেক ‘ফাঁক’ থেকে গেছে।

ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উপস্থিত ছিলেন। কীভাবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা যায়, তা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

বৈঠক চলাকালে কোনো কোনো সংবাদ সংস্থা জানায়, আলোচনা ফলপ্রসূ হচ্ছে। একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে সব পক্ষ। যেখানে ইসরায়েলের দাবি, অন্তত ১০০ বন্দীকে মুক্তি দিতে হবে। এর বদলে তারা দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, আলোচনায় অগ্রগতি হলেও অনেক ফাঁক আছে। চলতি সপ্তাহে আবার বৈঠক হবে। আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনকেও খারিজ করা হয়নি।

 

সান