গাজায় ‘হত্যাযজ্ঞের’ নেপথ্যে ‘মূল ক্রীড়নক’ পশ্চিমা বিশ্ব
প্রকাশ : 2023-10-29 10:54:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ‘হত্যাযজ্ঞের’ নেপথ্যে ‘মূল ক্রীড়নক’ হিসেবে কাজ করছে পশ্চিমা দেশগুলো।
ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় গাজায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুর প্রতিবাদে আজ শনিবার ইস্তাম্বুলে বড় এক বিক্ষোভ হয়। বিক্ষোভ মঞ্চ থেকে এ কথা বলেন এরদোয়ান।
বিক্ষোভে যোগ দেওয়া লাখো মানুষের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘গাজায় যে হত্যাযজ্ঞ আমরা প্রত্যক্ষ করছি, তার নেপথ্যে মূল ক্রীড়নক হিসেবে রয়েছে পশ্চিমা দেশগুলো। কিছু বিবেকবান ও প্রতিবাদী কণ্ঠস্বর বাদ দিলে এ হত্যাযজ্ঞ পুরোপুরি পশ্চিমা বিশ্বের কাজ।’
ইসরায়েল রাষ্ট্র হিসেবে যুদ্ধাপরাধীর মতো আচরণ করছে উল্লেখ করে এরদোয়ান আরও বলেন, ‘অবশ্যই প্রতিটি দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু এ ঘটনার (গাজায় হত্যাযজ্ঞ) ন্যায্যতা কোথায়?’
এরদোয়ান অভিযোগ করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য পশ্চিমা দেশগুলো চোখের জল ফেলে। কিন্তু গাজায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুতে তারা চোখ বন্ধ করে রয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের দ্বিমুখী আচরণ ও সব ধরনের ভণ্ডামির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।’
ইসরায়েলে গাজার শাসকগোষ্ঠী হামাসের হামলার পর বিগত তিন সপ্তাহের বেশি সময় গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে সংঘাতের শুরুর দিকে কিছুটা সতর্ক হয়ে কথা বলছিলেন এরদোয়ান। অবশেষে এ সংঘাতের জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করতে দেখা গেল এরদোয়ানকে।
গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭ হাজার ৭০৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।
ই