গাজায় আজ রাতেই জ্বালানি শেষ হয়ে যাবে: ইউএনআরডব্লিউএ

প্রকাশ : 2023-10-25 13:46:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গাজায় আজ রাতেই জ্বালানি শেষ হয়ে যাবে: ইউএনআরডব্লিউএ

অবরুদ্ধ গাজায় বুধবার রাতেই জ্বালানি শেষ হয়ে যাবে। সতর্কতা জারি করে এমন কথা বলেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মকর্তারা। একই সঙ্গে ইসরায়েলি হামলায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে ত্রাণ সরবরাহ করতে বলেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, হামাস জ্বালানি মজুদ করে রেখেছে। ইসরায়েলের প্রকাশ করা উপগ্রহের ছবিতে দেখা গেছে, গাজার ভেতরে এক ডজন জ্বালানি ট্যাংক রয়েছে। তারা বলছে, সেখানে পাঁচ লাখ লিটার জ্বালানি রয়েছে।

রবিবার এক বিবৃতিতে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (আনরোয়া) জ্বালানি শেষ হওয়ার বিষয়ে সতর্ক করেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী ও জাতিসংঘের কমিশনার জেনারেল ফিলিপ ল্যাজারিনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, তিন দিনের মধ্যে গাজায় জ্বালানির মজুত শেষ হয়ে যাবে।

২১ অক্টোবর রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই ক্রসিং দিয়ে কয়েক দফায় ত্রাণপণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব ত্রাণের মধ্যে খাদ্য, পানি, ওষুধ, চিকিৎসা সামগ্রী থাকলেও জ্বালানি ছিল না।

 

কা/আ