গাংনীতে ডিবির অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ একজন আটক
প্রকাশ : 2022-06-05 14:43:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনীতে ডিবির মাদক বিরোধী অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ জহুরুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জহুরুল সহড়াতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ডিবি পুলিশ জানান, সহড়াতলা গ্রামে ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিন, এএসআই মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সহড়াতলা গ্রামে অভিযান পরিচালনা করে জহুরুলকে আটক করে। এসময় তল্লাসী করে তার কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জহুরুলের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।