গলায় ফাঁস লাগানো অবস্থায়  যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ : 2022-01-19 22:02:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গলায় ফাঁস লাগানো অবস্থায়  যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগান থেকে মো. হাবিবুল্লাহ হাওলাদার(১৮) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের নিজ বাড়ির বাগান থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে নিখোজ ছিল  হাবিবুল্লাহ। মো. হাবিবুল্লাহ হাওলাদার বিশারীঘাটা গ্রামের আওয়াল হাওলাদারের ছেলে।

নিহতের পিতা আউয়াল হাওলাদার বলেন, সারা রাত খুঁজে হাবিবুল্লাহর কোন সন্ধান পাইনি। সকালে বাগানের মধ্যে দেখি মাটির দিকে মুখ করে পড়ে আছে। একটি চাদর দিয়ে গলায় ফাঁস দেওয়া। আমার মনে হয় রাতে কেউ তাকে হত্যা করে বাগানে ফেলে গেছে। আমি এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও সঠিক বিচার চাই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তুহিন মন্ডল বলেন, হাবিবুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায়  অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।