গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলার অভিযোগ
প্রকাশ : 2022-11-11 11:06:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জনপ্রিয় নায়ক শাকিব খানের পুবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাকিবের পুবাইলের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানালেন বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম।
শরীফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে হঠাৎ হানা দেন কয়েকজন। পরে স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর দেন। এ বিষয়ে জানতে চাইলে রাত দুইটার সময় পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ খবর পেয়েই দুর্বৃত্তদের হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।’
বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতের সঙ্গে মিল রেখে শাকিব তাঁর পুবাইলের বিলাসবহুল শুটিং বাড়িটির নাম রেখেছেন ‘জান্নাত’। কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরও রয়েছে।