"গণিত শিখি আনন্দে "

প্রকাশ : 2022-10-13 11:10:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

"গণিত শিখি আনন্দে "

ওমর ফারুক 
---------------


গণিত হলো লেখার ভাষা 
বুদ্ধি খোলে এতে।
মজা পেলে শিক্ষার্থীরা
সবাই যাবে মেতে।।
ছোটো - বড়, খাটো - লম্বা
ছবিতে চেনা যায়।
দূরে -কাছে বস্তু ছুড়ে 
দূরত্ব চেনার উপায়।। 
সংখ্যা গোনার নানা উপায় 
আঙুল, কাঠি,লাঠি।
গুনে,গুনে বাক্স ভরবে
করে নিয়ে আটি।।
বস্তু দেখে, ছবি দেখে 
শিখন ভারি সুখ।
বস্তু যখন লিখতে পারে 
আনন্দে নাচে বুক।। 
যোগ-বিয়োগের নানা কৌশল
নানা উপায় আছে।
যোগযন্ত্র, চাকতিগুলো 
সহজ সবার কাছে।।
সংখ্যা খেকো কুমির ভায়া
হা করে রাখে মুখ।
সংখ্যা যেথায় বড় থাকে
সেথায় ভীষণ সুখ।।
টাকশালেতে টাকা ঘুমায় 
রাজা বেজায় খুশি। 
হিসেব খাতায় গলদ হলে
কোটালে খায় ঘুষি।। 
ভীষণ পাজি হবু রাজা
কোটাল গবুচন্দ্র। 
রাজ্যে তার চারটি নোট 
অনর্থে অর্ধচন্দ্র।। 
গুণে-ভাগে বাড়ে- কমে
যোগ-বিয়োগে তাই।
গুণ্য-গুণক উল্টে গেলে
গুণফলে পরিবর্তন নাই।।
ভাজ্য হলো সবার বড়
ভাজক দিয়ে ভাগ।
বিভাজ্য না হলে পরে 
ভাগশেষে পড়ে থাক।।
খণ্ডাংশ নয় ভগ্নাংশ 
সমান হলে পরে। 
সমষ্টি ভাগ সংখ্যা হলে 
পাওয়া যায় গড়ে।।
লাভ-ক্ষতি শিখতে মজা
কমে-বাড়ে দেখো।
বেশি লোকে কম দিনে কাজ
কেমন করে শেখো।।
জ্যা-জ্যামিতির চক্করে 
মাথা ঘুরে যখন।
ভুজগুলো সব বাহুর মতো
দেখায় ভীষণ তখন।।
শূন্য কেমন নেই ধারণা 
অসীম হয়তো হবে।
কোন সংখ্যার ডানে বসলেই
সাহায্যকারী তবে।।
বিজোড় সংখ্যার ডানে বসে
জোড় হয়ে যায়।
শূন্য তখন বেজায় দামী 
উল্টে বাজি খায়।
খেলার ছলে অংক শেখা
শ্রম তাতে নাই।
শূন্য দিয়ে সংখ্যা গুণে
শূন্য তাতে পাই।
শূন্য যোগে সংখ্যা থাকে
শূন্য গুণে শূন্য।
সংখ্যা ভাগে শূন্য হলে 
শূন্যের মনঃক্ষুণ্ন।। 
একক, দশক, শতক লিখে
স্থানীয় মান শিখি।
সব তো হলো লেখাপড়া 
বাকী থাকে কী কী ?