গজারিয়া হতে প্রায় ৬৯ লাখ টাকার জাটকা আটক 

প্রকাশ : 2026-01-07 18:28:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গজারিয়া হতে প্রায় ৬৯ লাখ টাকার জাটকা আটক 

মুন্সীগঞ্জের গজারিয়া হতে ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের প্রায় ৯ হাজার ৮৫০ কেজি জাটকা আটক করেছে কোস্ট গার্ড গজারিয়া স্টেশন। বুধবার (৭ ই জানুয়ারি) গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকা থেকে এসব জাটকা আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে কোস্ট গার্ড। 

তথ্য সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৫টায় গজারিয়ার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৬৮ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময়, ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।