গজারিয়ায় নিখোঁজের ৬দিনেও সন্ধান মিলে নাই জাহিদের
প্রকাশ : 2022-02-06 13:34:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামের কৃষক আবুল কালাম এর তিন সন্তানের ছোট ছেলে সদ্য বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ পাওয়া মোঃজাহিদ হোসেন(২১) নিখোঁজ এর ৬দিন অতিবাহিত হলেও সন্ধান মিলে নাই তাঁর, স্থানীয় সাধারন মানুষ পুলিশের তৎপরতা নিয়ে আশাহত।
জানা যায়, গত ৩১শে জানুয়ারী রোজ সোমবার সকাল৬ ঘটিকার সময় প্রতিদিনের মত সেনা বাহিনীর ট্রেনিং এর পূর্ব প্রস্তুতির জন্য বাসা থেকে এক্সসাইজ(ব্যায়াম/হাঁটার) উদ্দেশ্যে বের হয়। তাঁরপর থেকে সে নিখোঁজ, সাড়াদিন খোঁজাখুঁজির পর গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে জাহিদ এর পরিবার।কিন্তু আজ ৭দিন অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু কোথাও তাঁর খোঁজ পায়নি হতদরিদ্র এই কৃষক পরিবারটি পুলিশও দিতে পারে নাই কোন সন্ধান।
এর মধ্যে গত ৪ ফেব্রুয়ারি সদ্য নিয়োগ প্রাপ্ত সেনা সদস্য মোঃজাহিদ হোসেন(২১) বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার কথা ছিলো।জাহিদ এর পরিবার এর সাথে কথা বলে জানা যায়, তাদের দুই ছেলে এক মেয়ে। জাহিদ ছোট ছেলে, বড় ছেলে বিদেশে থাকে, ছোট ছেলে লেখাপড়ায় খুব ভালো ছিলো।বাবা-মার দুঃখ লাগবের স্বপ্ন দেখতো।ছেলের সন্ধান না পেয়ে নাওয়া-খাওয়া ভুলে গিয়ে এখন পাগল প্রায়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন জানান, অভিযোগের ভিত্তিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।