খেলতে না নেমে রেফারি ভালো নয় বলা ঠিক না: পরিকল্পনামন্ত্রী
প্রকাশ : 2022-02-05 18:18:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিএনপিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘খেলতে না নেমে রেফারি ভালো নয়, এমন অপপ্রচার চালানো ঠিক নয়। আসুন, ভয় না করে মাঠে খেলতে নামুন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’
আজ শনিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক শেখ হাসিনা। দেশের অগ্রগতির জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তিনি আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণ চাইলে আমিও আপনাদের পাশে থাকব।’
আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সুবিধা নিশ্চিত করে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের হাতে ক্ষমতা আছে। যাঁকে ইচ্ছা ভোট দেবেন। কোনো ভয়ডর নেই। যেকোনো প্রতীকে ভোট দিন। তবে ন্যায়বিচার করবেন। কারা আপনাদের জন্য মায়া দেখায়, সুখে–দুঃখে পাশে থাকে, আপনাদের সেবা করে, এগুলো মাথায় রাখবেন।’