খুব চিন্তাতে ভুগছি

প্রকাশ : 2022-02-05 12:14:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

খুব চিন্তাতে ভুগছি

মোঃ তাইফুর রহমান
---------------------------

এই করোনা কমবে কবে?চিন্তাতে খুব ভুগছি
কবে সুদিন আসবে ফিরে?এই হিসাবে বসছি।
যার আদেশে এ বিপদ আজ তারে ক'জন মানছি?
চারদিকে  লাশের মেলা মিডিয়াতে শুনছি।
তাইতো আমি মনের খাতা ছন্দ লিখে ভরছি
দেশের এমন বিপদ দেখে খুব নীরবে কাঁদছি।
বন্দি জীবন চলছে সবার স্বচোখেতে দেখছি
ভালো থাকুক সব মানুষে এই কামনা করছি।
এই করোনার ছোবলে আজ কি করব তাই ভাবছি
মনের কষ্ট তাইতো হঠাৎ ছন্দে তুলে ধরছি।
থাকবেন সবাই নিরাপদে আমি তাইফুর লিখছি
সবুজ শ্যামল এই দেশেতে বিপদে আজ পরছি।
করোনার আজ এই ছোবলে মনেতে ভয় রাখছি
দিন যে কাটে অনেক দুঃখে কষ্ট নিয়ে চলছি।
বন্দি এখন সবার জীবন দিনটা আমি গুনছি
আসবে কবে সুদিন আবার?এটাই মুখে বলছি।
দেশের এমন বিপদ দেখে কষ্টের তাপে পুরছি
আল্লাহ তুমি রক্ষা করো ভয়ে সবাই কাঁপছি।
দেশে এখন বাড়ছে রোগী খবর কিন্তু পাচ্ছি
দোয়া করবেন সবার জন্য বিদায় এখন নিচ্ছি।।