খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

প্রকাশ : 2025-12-03 17:44:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আদমদীঘিতে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

বগুড়ার আদমদীঘিতে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বীর মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আদমদীঘি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দিন, কাবিল উদ্দিন, আব্দুল আলিম, আবেদ আলী, তাজ উদ্দিন, আমজাদ হোসেন, মজনুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম।