খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ষোলঘড় ইউনিয়নে দোয়া মাহফিল
প্রকাশ : 2025-12-09 13:02:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গতকাল ৮ ডিসেম্বর সোমবার ষোলঘড় ইউনিয়নের ৪ টি স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেন বি এন পি মনোনীত মুন্সীগঞ্জ - ১ আসনের ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নিয়ে এ মাহফিল গুলোতে দোয়া পরিচালনা করেন তিনি নিজেই। এর মধ্যে সকালে বাজার, বিকেলে ১ ও ২ নং ওয়ার্ডের লোকজন নিয়ে কালিবাড়ি, সন্ধ্যায় ৮ নং ওয়ার্ডবাসীদের নিয়ে উমপাড়া এবং রাতে কেয়টখালির ডাক্তার রোডে।
এসময় ঐ সব এলাকার হিন্দু মুসলিম ছাড়াও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সিরাজদিখান উপজেলা সভাপতি বাবু বিমল চন্দ্র দাস, আশরাফুল ইসলাম শুভ, ইমদাদুল ইসলাম রজিন, ষোলঘড় ইউনিয়ন সভাপতি আল হাসান, সাধারণ সম্পাদক রনি,অমল দাস ও দিলীপ পাল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সাধারণ জনগন।