খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাজাহানপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ : 2021-05-02 20:51:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ রবিবার বগুড়ার শাজাহানপুরের চোপীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চোপীনগর উচ্চ বিদ্যালয় কক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চোপীনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল। ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য এনামুল হক শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চোপীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোজাফফর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারেজ উদ্দিন, রেজাউল তালুকদার, মোকছেদ আলী, আব্দুল মান্নান, বিএনপি নেতা নুরুল আজাদ, মানোয়ার হাসান, ইলিয়াস মন্ডল, আব্দুল হাকিম বুদ্ধি, আরমান, বাশার, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, শ্রমিকদল সভাপতি আব্দুস সোবাহান পুটু, বিএনপি নেতা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাশফিকুর রহমান মামুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।