খালেদা জিয়ার মৃত্যুতে তিস্তা ডিগ্রী কলেজে শোক সভা 

প্রকাশ : 2026-01-06 17:58:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

খালেদা জিয়ার মৃত্যুতে তিস্তা ডিগ্রী কলেজে শোক সভা 

তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রায়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিস্তা ডিগ্রী কলেজের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। 

শোক সভা ও দোয়া মাহফিল তিস্তা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম সাজু পাটয়ারী। বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সহকারী অধ্যাপক আঃ সালাম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আঃ ওহাব লাল, তিসতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজুর, সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, প্রভাষক আরিফুর রহমান আরিফ, কলেজ ছাত্রদলের আহবায়ক সফিউল ইসলাম সফি প্রমূখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।