খালেদা জিয়ার জন্য এয়ার এম্বুলেন্স আসছে মঙ্গলবার
প্রকাশ : 2025-12-08 11:04:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নিতে যে এয়ার এম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার কিছু পরপরই বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুল্যান্সটি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকতা জানান, ফ্লাইটটি সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, খালেদা জিয়ার মেডিক্যাল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।
জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার এম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনও মত দেয়নি মেডিক্যাল বোর্ড। বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই তাকে লন্ডন নেওয়া হবে।
কা/আ