খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস আজ
প্রকাশ : 2022-12-15 14:03:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে চেঙ্গীনদী বিধৌত এই খাগড়াছড়ি শত্রুমুক্ত হয়েছিল। সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি বাঙ্গালী নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিলো মুক্তিযুদ্ধে।
সর্বশেষ ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকবাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ির সবচেয়ে উঁচু স্থান এসডিও বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযোদ্ধকালীন এই অঞ্চলের সাব-ডিভিশন কমান্ডার ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী। ১৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তৎকালীন খাগড়াছড়ি মহকুমা প্রশাসকের কার্যালয়ের পাকিস্তানী পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে খাগড়াছড়িকে হানাদারমুক্ত ঘোষণা করেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর খাগড়াছড়ির ভাইবোনছড়ায় প্রতিরক্ষা ঘাঁটি রেখে ক্যাপ্টেন অশোক দাসগুপ্ত ও দোস্ত মোহাম্মদ চৌধুরী প্রায় দেড় শতাধিক মুক্তিযোদ্ধার ফাইটিং ফোর্স নিয়ে খাগড়াছড়ি সদরের দিকে অগ্রসর হতে থাকেন। তারা কুকিছড়া অতিক্রম করে গাছবান পা রাখার সঙ্গে সঙ্গে উচুঁ পাহাড় থেকে পাকবাহিনী ও তাদের দোসররা গুলি বর্ষণ করতে থাকে। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে পাক সেনারা পিছু হটতে বাধ্য হয়।
পরের দিন সকালে মুক্তিযোদ্ধারা ভাইবোনছড়া থেকে খাগড়াছড়ি পুরো এলাকাকে শক্রমুক্ত ঘোষণা করা হয়। তৎকালীন খাগড়াছড়ি মহকুমা প্রশাসকের কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে খাগড়াছড়ি অঞ্চলকে শক্রমুক্ত ঘোষণা করেন।