খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলে পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশ : 2025-02-01 20:59:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জের লৌহজংয়ের অবস্থিত খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বিকেলে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মো. নেসার উদ্দিন।
পাভেল শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির অন্যতম পরিচালক এইচ এম নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা সাবেক মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ খান, গ্রামনগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ, আল ইউসুফ আজাদ চঞ্চল প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও এবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন।