ক্রিকেটার মোশতাককে বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা

প্রকাশ : 2021-08-15 12:43:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ক্রিকেটার মোশতাককে বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে৷ তিনি ছিলেন সালমানেরই বন্ধু। নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা৷ ভেঙে গেলো মোশতাক-সামিরার সংসার। শনিবার (১৪ আগস্ট) রাতে খবরটি নিশ্চিত করেছেন সামিরার প্রাক্তন স্বামী মোশতাক।

মোশতাক বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি৷ আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছে৷ স্বামীরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো৷ এছাড়া এ বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই কন্যা সন্তানের উপর কোন প্রভাব ফেলবে না৷’

সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গেল ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে সামিরা ইশতিয়াকের বাসাতেই থাকছেন। তাদের তিন সন্তান সামিরার সঙ্গেই থাকেন। তারা শুক্রবার বাবার বাসায় যায়৷

বিয়ে প্রসঙ্গে সামিরা গণমাধ্যমকে বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী৷ অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে৷ আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।’