কোপার কোয়ার্টার ফাইনাল কবে, কারাই–বা মুখোমুখি
প্রকাশ : 2024-07-03 14:34:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ড্র। ‘ডি’ গ্রুপ থেকে নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনালের শেষ দুই দল। ‘ডি’ গ্রূপ থেকে অপরাজিত থেকেই শেষ আটে জায়গা করে নিলো কলম্বিয়া। আর দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোয়ার্টারে নাম লেখালো ব্রাজিল। নকআউটের খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। আর কলম্বিয়া খেলবে চমক দেখানো পানামার বিপক্ষে।
প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা দলটা খেলবে চেনা প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে। বি গ্রুপের আরেক দল ভেনেজুয়েলা লড়বে ‘এ’ গ্রুপ থেকে উঠে আসা কানাডার বিপক্ষে।
এবারের কোপা আমেরিকায় চমক বলতে গেলে যুক্তরাষ্ট্র এবং চিলির বাদ পড়া। ২০১৫ এবং ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ছিল তারা। এবারে আর্জেন্টিনার সঙ্গে জায়গা পেয়েছিল ‘এ’ গ্রুপে। কানাডা এবং পেরুকে টপকে চিলি শেষ আটে যাবে এটাই ছিল অনুমেয়। কিন্তু তা হয়নি। কানাডাই বরং চমক দেখিয়ে চলে গেল নকআউটে।
তেমনি আলোচনায় আছে যুক্তরাষ্ট্রের বাদ পড়া। শেষ ম্যাচডেতেও যুক্তরাষ্ট্র ছিল এগিয়ে। কিন্তু নিজেরা হেরে বসে উরুগুয়ের কাছে। অন্যদিকে জ্যামাইকার বিপক্ষে জয় তুলে নেয় পানামা। তাতেই যুক্তরাষ্ট্রকে সরিয়ে চলে যায় পানামা।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে ইকুয়েডরের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। পরদিন ভেনেজুয়েলা এবং কানাডা ম্যাচের সূচি। ৭ জুলাই রোববার ভোর ৪টায় মাঠে নামবে কলম্বিয়া এবং পানামা। আর সেদিনই সকাল ৭টায় মাঠে নামবে উরুগুয়ে ও ব্রাজিল।
আগামী ১০ ও ১১ জুলাই হবে দুই সেমিফাইনাল। সেখানে হেরে যাওয়া দুই দল ১৪ জুলাই খেলবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ। আর ১৫ তারিখ সকালে হবে কোপার এবারের আসরের ফাইনাল।
তারিখ | ম্যাচ | সময় |
৫ জুলাই | আর্জেন্টিনা বনাম ইকুয়েডর | সকাল ৭টা |
৬ জুলাই | ভেনেজুয়েলা বনাম কানাডা | সকাল ৭টা |
৭ জুলাই | কলম্বিয়া বনাম পানামা | ভোর ৪টা |
৭ জুলাই | উরুগুয়ে বনাম ব্রাজিল | সকাল ৭টা |