কোটা বিরোধী আন্দোলনে নিখোঁজ যুবক ও বাকপ্রতিবন্ধির সন্ধানে পঞ্চগড়ে মানববন্ধন
প্রকাশ : 2024-08-23 19:49:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে এক যুবক ও অপর এক বাকপ্রতিবন্ধি নিখোঁজ হওয়ায় পঞ্চগড়ে মানববন্ধন করেছে স্থানীয় সাধারন জনতা। বৃহষ্পতিবার সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় শহীদ মিনারের সামনে এই মানবনন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার পূর্ব দর্জিপাড়া এলাকার মনু মিয়ার ছেলে আলআমিন (২৮) কোটা বেষম্যবিরোধী অংশ গ্রহন নেয়। এরপর ৫ আগষ্ট থেকে তিনি নিখোঁজ রয়েছে। তাকে অনেক খোঁজাখুঁজির পর এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। এছাড়া গত ১৯ আগষ্ট ওই একই গ্রামের মৃত আমিনুল ইসলামের বাকপ্রতিবন্ধি ছেলে জিসান (১৮) সন্ধ্যার পর হঠাৎ নিঁখোজ হয়ে যায়। তাকেও খুঁজে পাওয়া যায়নি।মানববন্ধনে অংশ নেন জিনসানের বড় ভাই জামিরুল হক , ও স্থানীয়দের মাঝে মাহফুজার রহমান, নুরজ্জমান, মারুফ, মাহফুজ সহ অনেকে।