কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : 2024-02-05 13:48:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় এবং ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন তিনি। আজ সোমবার বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠিও পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই মন্ত্রণালয়ই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানা গেছে।
সা/ই