কৃষক লীগ নেতাকে কুঁপিয়ে হত্যা
প্রকাশ : 2022-02-08 15:30:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মো. মানিক সরদার-(৪৬) কে কুঁপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের পালরদী নদীরপাড়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত মানিক সরদার উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পদের দায়িত্ব পালন করছিলেন।
ভূক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের কালীনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে কৃষকলীগ নেতা মানিক সরদার রাতে ব্যক্তিগত কাজে একা বাড়ি থেকে একটি মোটরসাইকেল যোগে কালকিনি সদরে আসার জন্য রওনা দেন। তিনি পালরদী নদীপাড় আসলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্তকারিরা পূর্ব শত্রুতার জের ধরে তার গতিরোধ করে। এ সময় মানিক সরদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুঁপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে মানিক সরদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কালকিনি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পিতা আলমগীর সরদার বলেন, আমার ছেলে মানিককে পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক সরদার ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার বলেন, মানিক সরদারকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। এ নারকীয় হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা কঠিন আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।