কৃষক কৃষাণীদের সমন্বয়ে পুষ্টি কার্যক্রম নিয়ে রংপুরে কর্মশালা

প্রকাশ : 2023-11-29 18:31:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কৃষক কৃষাণীদের সমন্বয়ে পুষ্টি কার্যক্রম নিয়ে রংপুরে কর্মশালা

প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম বাস্তবায়নকারী কৃষক কৃষাণীদের সমন্বয়ে বুধবার জানো প্রকল্পের সহযোগিতায় রংপুর উপজেলা পরিষদ হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষি সম্প্রসারন অধিদপ্তর রংপুর মোঃ এনামুল হক, প্রিন্সিপাল সাইন্টিফিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষনা ইন্সিটিটিউট রংপুর ড. মোঃ রকিবুল হাসান, টেকনিক্যাল অফিসার নিউট্রিশন সেনসেটিভ এ্যাগ্রিকালচার জানো প্রকল্প কেয়ার বাংলাদেশ নিহার কুমার প্রামানিক, এসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প ইএসডিও রংপুর মোঃ মাসুদ রানা, উপজেলা ম্যানেজার জানো প্রকল্প ইএসডিও মোঃ খোকন মিয়া, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষক মতলুবুর রহমান, সেলিনা বেগম, সোনালী বেগম প্রমূখ। কর্মশালায় কাউনিয়া, গংগাচড়া এবং তারাগঞ্জ উপজেলার ২৫জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করে।