কুকুটিয়ায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2025-01-17 18:19:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কুকুটিয়ায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী কৃষকদলের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কুকুটিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল বারেক শেখের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ  এইচ এম মাসুম,সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক কামিল উদ্দিন ঝন্টু।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব অরুণ, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান মতিন খান, সাঃ সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক নাসির হাওলাদার, স্বপন শেখ, যুবদলের নেতা ফরহাদ শেখ, শাহিন আলম, ওমর ফারুক বাবু, জুয়েল মাহমুদ,শ্যাসিদ্ধি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ হান্নান, সাঃ সম্পাদক আওলাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকবৃন্দ।