কী বলি? ভাষা নেই

প্রকাশ : 2022-03-21 10:20:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কী বলি? ভাষা নেই

নিচের স্টেটাসটা সন্ধ্যায় পোস্ট করে
অনেক সুন্দর কিছু মন্তব্য পেয়েছিলাম। 
ইন্টারনেট ঝামেলা করায় সব মুছে গেছে।
ওসব ফেরত পাব না, আসলে এসবের জন্য পোস্ট 
দিইনি আমি।

যারা মন্তব্য দিয়েছেন, তারা পড়েছেন,
এটাই যথেষ্ট। 
আবার পোস্ট করলাম। 

আসলে আজ পছন্দের লেখক জাকির 
তালুকদারের একটা স্টেটাস পড়ে এই স্টেটাস
লেখার প্রেরণা পড়ে এই স্টেটাস দেয়ার প্রেরণা 
পেলাম। 

জাকিরের মতো 
আমিও রাস্ট্রের অন্যায় মানিনি,
এ আমার সাহিত্যকর্ম দিয়েই প্রমাণ করেছি।
আমার পথও কোনদিন মসৃণ ছিলো না।
গণভবনে আমি যাইনি না, আমাকে ডাকেনি
কেউ।দেশের বাইরে রাস্ট্রিয় প্রোগ্রামে কেউ কোনদিন 
পাঠায় নি।
জাকিরের লেখা পড়ে মনে হলো, তাকে ডাকা
হয়েছিলো, সে যায়নি, কিন্তু আমি বলব না,
এসব প্রোগ্রামে যাওয়া আমি ইচ্ছে করে মিস করেছি।

কেন কখন কোন সরকার একজন লেখকের
সাথে এমন আচরণ করে? 
যখন কোন লেখক, লবিং করে না।
সরকারের তেলবাজি করে না।
গত শতাব্দীর র আমার কোন পুরস্কার 
প্রাপ্তি নিয়ে কেউ একবিন্দু আঙ্গুল তুলে
দেখুক।

যত দিন যাচ্ছে, লজ্জা লাগে আমার।
আমি আসলে জাকিরের মতো অত ভাবে কিছু করিনি।
যেমন জহির রায়হান, ইলামিত্র মুক্তিযুদ্ধ,
আরও প্রচুর ব্যাপার জাকিরের মন কে বাধা দিয়েছে।

আমি এসব করিনি, আমার বিবেক বাধা দিয়েছে
বলে।  যেদিন থেকে বুঝতে শিখেছি, সৎ সাহিত্য 
জানি, আর কিছু না। 
আমার বিবেকের শত্রু লবিং, এজন্য 
আমার অনেক আপন একুশের, স্বাধীনতা পদকের
সাথে যুক্ত থাকা সত্ত্বেও, তেইশ বছর আগে সমগ্র
সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েও,
এসব কিচ্ছু হয়নি।
আপনদের সাথেও লবিং লাগে,
জানি না, জানতে চাইও না।
আপনদের আমি আপন জায়গায় রেখেছি।
কত খারাপ সময়ে ডাক এসেছে 
দু রকম দলের উচ্চ পর্যায়ের মানুষের মাধ্যমে 
যাতে, আমি তাঁদের সম্মানীয় জায়গায় যাই।
যাইনি।
বরং একবছর সমগ্র সাহিত্যে বাংলা একাডেমি তে আমার নাম
চূড়ান্ত হয়েছিলো।  বয়স কম বলে দুপুরে 
আমলা রা বাধা দেয়ায় সে বছর কেউ পুরস্কার 
পায়নি,
এর বিরুদ্ধে মিছিল হয়েছিল।
এখন যে পুরস্কার পায় তার বিরুদ্ধে মিছিলের মতো 
প্রতিবাদ ওঠে ডিজিটেল সার্কেলে।

বই বিক্রি হলে ক,টাকা পান একজন লেখক? 
তারপরও এই মেলায় হাজার লেখকের এডিশন
শেষ দেখতে দেখতে মনে হল, আমার বইয়ের 
তো ৫০ কপিও মেলায় বিক্রি বুঝি না।

আসলে আমি বিক্রির ক্ষেত্রে বাতিল একজন 
লেখক।
রাস্টিয় সব বাদ দিলাম, 

আমি কোনদিন সামনা সামনি প্রধানমন্ত্রীকে পর্যন্ত দেখিনি।
দেখি নি।

প্লিজ কেউ এমন আপোষহীনতার উত্তরে 
সান্ত্বনা দেবে ন না।

(কথা সাহিত্যিক নাসরিন জাহানের ফেইসবুক পোষ্ট হতে সংকলিত)