কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার আর নেই
প্রকাশ : 2022-07-04 14:32:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার আর নেই। আজ সোমবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন, আনন্দবাজারসহ একাধিক পত্রিকা তার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছে।
খ্যাতিমান এই পরিচালক মধ্যবিত্ত বাঙালির টুকরো মুহূর্তগুলোকে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন তার 'বালিকা বধূ', 'দাদার কীর্তি', 'আলো', 'চাঁদের বাড়ি'র মতো সিনেমার মাধ্যমে।
তরুণ মজুমদারের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'গণদেবতা', 'কাচের স্বর্গ', 'যদি জানতেম', 'পলাতক', 'দাদার কীর্তি', 'শহর থেকে দূরে', 'মেঘমুক্তি', 'খেলার পুতুল', 'অমর গীতি', 'ভালোবাসা ভালোবাসা', 'পথভোলা', 'আগমন', 'আলোর পিপাসা', 'একটুকু বাসা', 'বালিকা বধূ', 'নিমন্ত্রণ', 'কুহেলি', 'শ্রীমান পৃথ্বীরাজ', 'ঠগিনি, ফুলেশ্বরী', 'পরশমণি', 'আপন আমার আপন', 'সজনি গো সজনি', 'কথাছিল', 'আলো', 'ভালোবাসার অনেক নাম', 'চাঁদের বাড়ি', 'ভালোবাসার বাড়ি,' উল্লেখযোগ্য।
তরুণ মজুমদারের ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন ১৯৯০ সালে।