কিংবদন্তি অভিনেতা জাভেদের মৃত্যু, শোকাহত তারকারা
প্রকাশ : 2026-01-21 17:11:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা।
জনপ্রিয় অভিনেতার মৃত্যু ছুঁয়ে গেছে শাকিব খানকে। সোশ্যাল মিডিয়ায় এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তাঁর প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’ শাকিব আরও লিখেছেন, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান। যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তাঁর সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।‘
জাভেদের মৃত্যুতে এক শোক বার্তায় অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ ভাই আজ সকালে মৃত্যু বরণ করেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ‘নিশান’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এবং আরও অনেক সুপার হিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আল্লাহ তাঁর সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দান করুন আমিন।’
ওমর সানি লিখেছেন, ‘অসাধারণ অভিনেতা, অসাধারণ কোরিওগ্রাফার এবং অসাধারণ মানুষ, আংকেল, আপনি চলে গেলেন ওপারে অবশ্যই ভালো থাকবেন। একজন জাভেদ একজন বাংলাদেশ। তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জান্নাত নসিব করুন।’
অভিনেতা মিলন ভট্টচার্য বলেন, ‘তিনি খুব আন্তরিক মানুষ ছিলেন। খুব সহজে সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। সব সময় নজর কাড়ার মতো ড্রেসআপ থাকতো। ঈশ্বর পরম আত্মার শান্তি দিন।’
মিশা সওদাগর লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!’
এদিকে শাহরিয়ার নাজিম জয় একটি অনুষ্ঠানের ভিডিও লিংক শেয়ার করে লিখেছেন, ‘সেন্স অফ হিউমারের এ পর্বের অতিথি ছিলেন জাবেদ ভাই এবং অঞ্জনা আপা। অঞ্জনা আপা চলে গেছেন। আজ জাভেদ ভাইও চলে গেলেন। থেকে গেল এই বিশেষ পর্বটি। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই দিনে আমার বাবাও মারা গিয়েছেন। আজ থেকে পাঁচ বছর আগে। একই দিনে জাভেদ ভাইও চলে গেলেন।’