কাশিমপুর থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মৌলভীবাজারে গ্রেফতার
প্রকাশ : 2024-09-15 16:31:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মৌলভীবাজার সদর থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সিলেট র্যাবের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার আসামি ইদ্রিস মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা মশিহুর রহমান সোহেল জানান, শনিবার রাত ৯টার দিকে র্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে আসামি ইদ্রিসকে গ্রেফতার করে।
গত ৬ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ইদ্রিস মিয়াসহ কয়েকজন কারাবন্দি বিশৃঙ্খলা সৃষ্টি করে পালিয়ে যান।
কা/আ