কালকিনির আলী নগর ইউপির সাবেক চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ : 2022-11-29 12:39:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর জেলার কারকিনি উপজেলার আলী নগর ইউপির সাবেক চেয়ারম্যান মিলন সরদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বোমা বিস্ফোরণ করে অটোবাইক ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে কালকিনি থানা থেকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে রোববার (২৭ নভেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরা নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারগুব তৌহিদ জানান, গত ২০ নভেম্বর কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় খোকন মোল্লার ছেলে রেজাউল মোল্লার অটোবাইকের ওপর বোমা বিস্ফোরণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সর্দারসহ তার কর্মী-সমর্থকরা।
এই ঘটনায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীন হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়। পরে ২৩ নভেম্বর খোকন মোল্লা বাদী হয়ে হাফিজুর রহমান মিলন সর্দারকে এক নাম্বার আসামি করে একটি মামলা দায়ের করেন।
অপর দিকে ২২ নভেম্বর পুলিশের কাজে বাঁধা ও বোমা বিস্ফোরণ আইনে আরও দুটো মামলা দায়ের করেন থানার এসআই মিলন মিয়া। পৃথক তিনটি মামলাতেই মিলন সর্দার আসামি ছিলেন। তবে পুলিশের দায়ের করা দুটো মামলায় তিনি উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন। কিন্তু খোকন মোল্লার মামলায় জামিন না থাকায় রবিবার গভীর রাতে তার ঢাকার উত্তরার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান জানান, সোমবার (২৮ নভেম্বর) দুপুরে মিলন সর্দারকে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষ থেকে জামিন চাইলে তা নাকচ করে জেল হাজতে প্রেরণ করা হয়।