কালকিনিতে ৩ জুয়াড়ি আটক
প্রকাশ : 2022-03-01 18:35:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে ৩ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার কয়ারিয়া এলাকার পূর্বচড় কয়ারিয়া গ্রামের একটি বাগান থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জুয়াখেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন কয়ারিয়া এলাকার পূর্বচড় কয়ারিয়া গ্রামের বজুলর রহমান চৌধুরির ছেলে মিন্টু চৌধুরি-(৩৮), একই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন-(২৭) ও আন্ডারচড় গ্রামের রাজু তালুকদারের ছেলে নবীন তালুকদার-(২৫)। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই মোঃ রাজিব হোসেন সঙ্গীয় ফোর্সনিয়ে সোববার বিকেলে উপজেলার কয়ারিয়া এলাকার পূর্বচড় কয়ারিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার কোর্ট থেকে ৩ জুয়াড়িকে আটক করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, অভিযান চালিয়ে জুয়ার কোর্ট থেকে ৩ জুয়ারিকে আটক করা হয়েছে।