কালকিনিতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ : 2024-02-27 17:56:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নাহার লাভলী খানমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কহিনুর সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপিত খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক বেলাল সরদার, সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা লুৎফর সরদার, মো,মসিউর রহমান সবুজ, সাবেক নারী ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন ও মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

 

সান