কালকিনিতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : 2025-04-30 17:34:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া সেই মাদক ব্যবসায়ী মো. আল আমিন সরদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ওই আসামীকে গ্রেফতার করেন। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, গত ১০ এপ্রিল রাতে কালকিনি পৌর এলাকার মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ আল আমিনসহ দুইজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে পুলিশের ওপর হামলা চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদেরকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এসময় ৪জন পুলিশ সদস্য আহত হন। পরে এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় র‌্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামীকে আল আমিনকে গ্রেফতার করেন। এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা।