কালকিনিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার 

প্রকাশ : 2022-04-01 14:59:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার 

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে ভাসমান অবস্থায় আরিফুল (১৪) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) সকালে স্থানীয়দের ফোন পেয়ে কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আরিফুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি কৃষ্ণনগর মাদরাসার ছাত্র।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল। তিনি জানান, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি  দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।