কালকিনিতে খাল দখল মুক্ত করলেন প্রশাসন
প্রকাশ : 2024-09-26 19:47:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে একটি সরকারি খাল দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ঝাউতলা গ্রামের পালপাড়ার খালটি দখল মুক্ত, বাঁধ কেটে দেয়া ও সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহাবুবা ইসলাম, পৌর সভার সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন, কাউন্সিলর মো. নাসির শিকদার, মো. মেসবাউল হক ও মো. আনিসুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উত্তম কুমার দাশ বলেন, পালপাড়ার খালটি দখল মুক্ত, বাঁধ কেটে দেয়া ও সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে। তবে পর্যায়ক্রমে পৌর এলাকার সব কয়টি খাল দখল মুক্ত করা হবে।