কাভার্ডভ্যান ঢুকে গেল দোকানে, ঝরল বাবা–ছেলেসহ পাঁচ প্রাণ

প্রকাশ : 2022-12-02 10:46:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাভার্ডভ্যান ঢুকে গেল দোকানে, ঝরল বাবা–ছেলেসহ পাঁচ প্রাণ

যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বেগারীতলায় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান দোকানে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

পুলিশ জানায়, যশোর থেকে একটি কাভার্ডভ্যান যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক দিয়ে মনিরামপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে কাভার্ডভ্যানটি বেগারীতলায় এলাকায় পৌঁছায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলেকে চাপা দিয়ে সামনের হোটেলে ঢুকে পড়ে। এতে বাবা-ছেলের পাশাপাশি হোটেলের মধ্যে অবস্থানকারী আরও তিনজন নিহত হন। 

ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মধ্যে বাবা–ছেলে রয়েছেন। তাঁদের নাম ও পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি।