কাবরেরা ও বাটলার দুই কোচেই আস্থা রাখছে বাফুফে
প্রকাশ : 2025-01-16 10:44:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হাভিয়ের কাবরেরা ও পিটার বাটলার—দুজনের সঙ্গেই বাফুফের চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত ৩১ ডিসেম্বর। নতুন কোনো কোচ নয়, পুরোনো দুই কোচেই আস্থা রাখছে বাফুফে।
কোচ চূড়ান্ত করে সাধারণত বাফুফের জাতীয় দল কমিটি। তবে ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে সভাপতি হয়ে জাতীয় দল কমিটি নিজের হাতেই রেখে দেন তাবিথ আউয়াল। কিন্তু এখনো পূর্ণাঙ্গ জাতীয় দল কমিটি গঠন করেননি। তার আগে বুধবার বাফুফের জরুরি কমিটির (বাফুফের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও চার সহসভাপতি নিয়ে গঠিত) অনলাইন সভার শেষ দিকে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত সদস্যদের জানান, কাবরেরা ও বাটলারকে রেখে দেওয়ার প্রক্রিয়া শেষ করেছেন তিনি। বৃহস্পতিবারের মধ্য দুই কোচের সঙ্গে চুক্তি হয়ে যেতে পারে।
সভায় উপস্থিত এক সদস্য প্রথম আলোকে বলেন, কোচ চূড়ান্ত করার জন্য এই জরুরি সভা ডাকা হয়নি। ডাকা হয়েছিল ফিফাসংক্রান্ত একটি বিষয়ে আলোচনার জন্য। সেটি আলোচনার পর সভাপতি নিজেই কোচের বিষয়টি জানান। অন্যরা তখন ধন্যবাদ জানান ইংল্যান্ডে অবস্থানরত তাবিথকে।
কাবরেরাকে আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাই পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে। বাটলারের সঙ্গে চুক্তি এক বছরের।
গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা পিটার বাটলারের বিরুদ্ধে একরকম বিদ্রোহই করেছিলেন। বাটলারও পাল্টা অভিযোগ করে বলেন, সিনিয়র মেয়েরা কারও দ্বারা প্রভাবিত হয়ে এমন করেছেন। বাংলাদেশ নারী দলের সঙ্গে বাটলারের সম্পর্ক টিকে থাকবে, ভাবা কঠিনই ছিল তখন। সেই বাটলারই আবার দায়িত্ব নিচ্ছেন মেয়েদের।
সিনিয়র মেয়েরা বাটলারের বিপক্ষে থাকলেও নিজের দিক থেকে কোনো সমস্যা দেখছেন না সাবেক ওয়েস্ট হাম ফুটবলার। গতকাল ইংল্যান্ডে নিজের বাড়ি থেকে ফোনে প্রথম আলোকে বলেছেন, ‘দেখুন, আমি পেশাদার মানুষ। বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে কাজ করতে আগেও আমার সমস্যা ছিল না, সামনেও হবে না। যা হয়েছে সেটা অতীত এবং আমার দিক থেকে আমি পরিষ্কার। কারও সমস্যা হলে সেটা তাদের ব্যাপার।’
মার্চে ফিফা উইন্ডোতে মেয়েদের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। সেটির প্রস্তুতি হিসেবে বাফুফে ভবনের ক্যাম্পে ডাক পাওয়া ৩১ জনের মধ্যে ১৩ জন এসেছেন কাল প্রথম দিনে। ওদিকে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপে প্রথম ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প আয়োজনের চেষ্টা করছে বাফুফে।