কাগইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত  

প্রকাশ : 2024-12-30 18:45:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাগইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত   

৩০ ডিসেম্বর ২৪ইং সোমবার বগুড়ার গাবতলী ১নং কাগইল ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় মাদ্রাসা মাঠে চলমান বিভিন্ন বিষয় নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহকারী অধ্যাপক আব্দুল হাকীম সরকার।

কাগইল ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু জাফর এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, সেক্রেটারি  অধ্যাপক আব্দুল ওয়াদুদ, জামায়াতে ইসলামীর নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল মজিদ, এ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ বজলুর রহমান, ইউপি সদস্য বিউটি বেগম, স্থানীয় আব্দুস সোবাহান, জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম, প্রভাষক শাহিনুর ইসলাম শাহিন, জাহিদুল ইসলাম, বেলাল হোসেন, মিরাজুল ইমলাম, নাহিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।