কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

প্রকাশ : 2024-12-19 19:49:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা


কাউনিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আনছার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ডাঃ মেহেদী হাসান, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমূখ। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ও হারাগাছ মেট্রোথানা অফিসার ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন না। সভায় উপজেলায় ব্যপকহারে চুরি বৃদ্ধি, ইভটিজিং, জুয়া, গরু চুরি, জালটাকা, অভিনব কায়দায় প্রতারনা, মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, দাদন ব্যবসার, বাজারদর বৃদ্ধির বিষয় গুলো বিভিন্ন জনের মাধ্যমে উপস্থাপন করা হয়। সভাপতি উপজেলা আইন শৃংখলা সাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।