কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নয়ন নিহত

প্রকাশ : 2026-01-25 17:31:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নয়ন নিহত

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। রবিবার উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রæতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আশরাফুল আলম নয়ন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে। পারিবার জানায়, দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। কাউনিয়া থানার ওসি নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।