কাউনিয়ায় স্বস্তির বৃষ্টি 

প্রকাশ : 2023-04-02 21:32:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় স্বস্তির বৃষ্টি 

টানা দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানের ন্যায় রংপুরের কাউনিয়ায় বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি ধান চাষিদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। আর প্রকৃতি যেনো তার স্বচ্ছতা ও সজীবতা ফিরে পেয়েছ। ঋতুচক্রে প্রকৃতি যেন কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত। রমজানে তাপপ্রবাহ বৃষ্টির তৃষ্ণাকে আরো তীব্রতর করে তুলেছিল। টানা গরমে অতিষ্ঠ ছিল রোজাদার সহ কাউনিয়াবাসী। অবশেষ শনিবার রাতে মুষলধারে বৃষ্টির দেখা পেল কাউনিয়ার মানুষ।

গত শনিবার বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে ফসলের ক্ষেত। বৃষ্টির কারণে বোরো ফসলের সজীবতা ও উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার বেশিভাগ মানুষের আয়ের উৎস কৃষি। চলছে বোরো মৌসুম। উৎপাদনের দিক থেকে এখানকার কৃষক আউশের চেয়ে বোরো ফসলের ওপর বেশি নির্ভরশীল। বোরোর অন্যতম উপকরণ সেচ। যা বৃষ্টির ফলে পাওয়া গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারবীন জানান, হঠাৎ এ বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ। এতে উৎপাদন খরচ কমবে।